নিজস্ব প্রতিবেদক। ঢাকা ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল হাসান ফেরদৌসকে আটক করেছে দুদক। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে তার বরিশালের বাসা থেকে আটক করে দুদক কর্মকর্তারা।বরিশাল দুদক এর উপ-পরিচালক এবিএম আঃ ছবুর বরিশাল ক্রাইম নিউজকে জানান, ২ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার ৭ শত ৮০ টাকা, ঢাকা ব্যাংক থেকে আত্মসাতের মামলায় তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে বরিশাল কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়।