• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালকিনিতে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২২, ১৯:৩৭ অপরাহ্ণ
কালকিনিতে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে প্রতারক চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকরা হলো জামালপুর জেলা সদর থানার বরতলা গ্রামের শামিম সরকারের ছেলে মোঃ আল আমিন বাবু-(১৮), বরিশাল জেলার মুলাদী উপজেলার বাড়ইয়া কাজিরচর গ্রামের মোঃ মিল্লাত ড্রাইবারের ছেলে মোঃ জীবন-(২২) ও বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের ছত্তার বালীর ছেলে মোঃ রানা বালী-(২৫)।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, আল আমিন বাবু, মোঃ জীবন ও রানা বালীসহ কয়েকজন প্রত্যারক মিলে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলার গুরুত্বপুর্ন স্থানে বসে বিভিন্ন বয়সী নারীদের চোখে-মুখে মলম দিয়ে স্বর্ণ, নগদ টাকা ও সাথে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যেত। ইতি মধ্যে তাদের খপ্পরে পরে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন স্বর্বশান্ত হয়ে গেছে।

এ বিষয় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে কালকিনি থানায় একের পর অভিযোগ করে আসছে। সেই সুত্রধরে কালকিনি থানার ওসি তদন্ত মোঃ নাসিরউদ্দিন সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, আমার স্ত্রীকে অজ্ঞান করে সবকিছু লুট করে নিয়ে গেছে। তাই আমি থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, বিভিন্ন লোকজনের অভিযোগের ভিত্তিতে তাদের তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।