• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৩, ২০২৪, ১৮:০৯ অপরাহ্ণ
কাঠালিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির কাঠালিয়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজল হাওলাদার নামের এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলার শৌলজালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফজল হাওলাদার (২২) উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের আবদুল হামিদ হাওলাদারের ছেলে।

জানা যায়, থানার এসআই মো: ইমরানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির পাঁচ হাজার ৫০ টাকাসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতাররা ফজল হাওলাদারকে কোর্টে প্রেরণ করা হয়েছে।