নিজস্ব প্রতিবেদক : নগরীর আলেকান্দা কাজীপাড়া ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ শে মার্চ শনিবার কাজী বাড়ির উঠানে মাদ্রাসা সকল ছাত্র ও এতিম ছাত্র,গরিব অসহায় ও স্থানীয়দের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনির হোসেন এর উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময়ে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কাজীপাড়া মসজিদ কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, কাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হক,কাজীপাড়া ফোরকানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক খন্দকার মাহবুব-এ রব্বানী, মহানগর আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মাসুদ খন্দকার, সমাজসেবক কাজী এনামুল হক, সমাজসেবক হাবিব মিয়া,সোহেল কাজী, রাসেল কাজী, সজল তালুকদার, সজিব তালুকদার, সুমন কাজী,কাজী ইমাম হেসেন,কাজী জাহিদুল ইসলাম প্রমুখ ।
এ সময় এলাকার সকল মানুষের জন্য দোয়া মরহুমদের জন্য রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।