• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউন্সিলর জামালের মাতার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহ’র শোক

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯, ২১:১৯ অপরাহ্ণ
কাউন্সিলর জামালের মাতার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহ’র শোক

বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগরীর গগনগলি রোড নিবাসী খান মোহাম্মদ জামাল হোসেনের মাতা মোসাম্মৎ সেতারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যকালে তিনি স্বামী, ৩ মেয়ে ও দুই ছেলেসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সোমবার বাদ যোহর নগরীর খাজা মাঈনউদ্দিন মাদরাসা প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেনের মাতার ইন্তেকালে করিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।