• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ১৮:৫৬ অপরাহ্ণ
কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠিত

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী কাউখালী উপজেলা শাখার ২০২৫/২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ নজরুল ইসলাম খানকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেক্রেটারি করে কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নির্বাচিত সুরা সদস্যদের মাধ্যমে ভোটের মাধ্যমে কমিটির গঠন করা হয়।

কমিটির সুরা সদস্যরা হলেন, এটিএম রেজাউল করিম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আ,ন,ম শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, গাজী রুহুল আমিন ও মোহাম্মদ নুরুল হক।

রবিবার ২৪ নভেম্বর সকালে কাউখালী উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির ও সূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাউখালী উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খান। শপথ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।