• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীর বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৪, ২৩:১২ অপরাহ্ণ
কাউখালীর বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার ২৪নং বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত । আজ বুধবার বিকালে বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদারের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে.এম জামান প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেশ চন্দ্র ঘরামী। শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।