• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনায় আক্রান্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৫, ২০২০, ১৮:৫৮ অপরাহ্ণ
কাউখালীতে সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনায় আক্রান্ত

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক এর করোনা উপসর্গ দেখা দিলে তার স্যাম্পল সংগ্রহ করে গত ১৫ জুন বরিশালে প্রেরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২৫জুন) তার পজেটিভ রিপোর্ট আসে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন রিপোর্ট দেরীতে আসার কারনে

 

আমরা তাৎক্ষনিক কোন ব্রিফিং করতে পারি না। কাউখালীতে এ নিয়ে মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন।