কাউখালী প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে কচুয়াকাঠী সরকারি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জাতীয় পার্টি(জেপি)’র সাধারন সম্পাদক শাহ আলম নসু,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদেও সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কে এম জামান,কাউখালী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,সাধারন সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমূখ । বিজয়ী দল দু’টি জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টে কাউখালী উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।