পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (২৭ মে) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৪ /২৫ অর্থ বছরে এসএসিপি এর আওতায় ফল ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সফল চাষী মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা সোমা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ফাহিম হোসেন, স্বপন কুমার, নয়ন মজুমদার প্রমুখ।
উল্লেখ্য উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৬০ জন কৃষক /কৃষাণী দিনব্যাপী মাঠ দিবসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি কর্মকর্তা সোমা দাস ব্যবসায়িকভাবে ফল উৎপাদনে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।