• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১৯:২৬ অপরাহ্ণ
কাউখালীতে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী উপজেলার হাসপাতাল রোডের হাওলাদার ম্যানশনে স্থাপনকৃত নিউ মেডিনোভা ডায়াগনিস্টক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহা।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিদ্দিকুল ইসলাম, মোঃ আরিফুর রহমান খান, ডাঃ দীপ্ত কুণ্ডু, মাওলানা মোঃ শাহাদাত হোসেন, খোকন শিকদার, শহিদু্জ্জামান ও মাওলানা সিদ্দিকুল ইসলাম, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।