• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে জমি জমা নিয়ে সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে আহত

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯, ১৬:১০ অপরাহ্ণ
কাউখালীতে জমি জমা নিয়ে সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে আহত

বিডি ক্রাইম ডেস্ক ॥ পিরোজপুরের কাউখালীর মেঘপাল গ্রামে শুক্রবার সন্ধার দিকে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাম’লায় দুই ভাই গুরুত্বর আহত হয়েছে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউখালীর উপজেলার সয়ন-রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের মহিব্বুল্লাহ্ (২৫) ও মেহেদী (২১) দুই ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির রাস্তা নিয়ে প্রতিবেশী গোফরানের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে গোফরান সহ ৪/৫ জন ধারালো অ’স্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।

তাদের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতদের বাবা হাবিবুর রহমান বলেন, অভিযুক্তরা আমার ছেলেদের উপরে পরিকল্পনা করে তাদেরকে হ’ত্যার উদ্দেশ্যে হম’লা চালায়।

এ ঘটনায় কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।