• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে কচা নদী থেকে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ২০:২৩ অপরাহ্ণ
কাউখালীতে কচা নদী থেকে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে।

জাটকা সংরক্ষন উপলক্ষে রবিবার (৬ এপ্রিল)দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা .হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বিজয়নগর খালের গোড়া সংলগ্ন কচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার বেড় জাল জব্দ করে।

যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা। এ সময় কোন জেলেকে আটক করতে পারেনি।এ সময় কাউখালী নৌ পুলিশ সাথে ছিলেন। এ ব্যাপারে কাউখালী

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী ব্যাক্তিদের আইনের আওতায় আনা হবে।