• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা পল্টনের গণসংযোগ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪, ২২:৫৮ অপরাহ্ণ
কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা পল্টনের গণসংযোগ
পিরোজপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রবিবার রাতে (৪ ফেব্রুয়ারি) কাউখালী সদরের গণসংযোগ করেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন।
ইতিমধ্যে তিনি নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের নিয়ে উপজেলার বিভিন্ন হাটে বাজারে, গ্রাম গঞ্জে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়ে সহ কুশল বিনিময় করছে।
এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মুরুব্বিদের দোয়া নিচ্ছে। মনিরুজ্জামান তালুকদার পল্টন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট কাউখালী গড়ার প্রত্যয়ে আমি কাউখালী বাসীর দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছি।
আমি নির্বাচিত হলে সরেজমিনে গিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন সমস্যাগুলো আগে চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব।
আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।
তিনি ভোটারদের কাছে বলেন, আমি নির্বাচিত হলে কাউখালী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।