• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ১৮:২৪ অপরাহ্ণ
কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক

Oplus_0

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে ইয়াবা সহ যুবককে গ্রেফতার করে সোমবার ২৮ অক্টোবর পিরোজপুর জেল হাজতে প্রেরণ করে কাউখালী থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে উপজেলা শহরের টেম্পু স্টানে এক ঝটিকা অভিযান করে উপজেলার চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মোঃ হাসান (২৪)কে ৫পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।

এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে সোমবার ২৮ অক্টোবর পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।