• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউখালীতে ইউপি’র উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ২২:০৮ অপরাহ্ণ
কাউখালীতে ইউপি’র উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

কাউখালী প্রতিবেদক॥ পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিলের ঘোষনা অনুযায়ী গতকাল রবিবার ৩০ জুন রবিবার উপজেলা নির্বাচন অফিসারের নিকট চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত কাজী রফিকুল ইসলাম, জাতীয় পার্টি জেপি মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সহ ধর্মিনী এলিজা সাঈদ, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ, নজরুল ইসলাম, মশিউর রহমান, এইচ.এম.আর কে. খোকন। মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই ও প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ভোট গ্রহণের তারিখ আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার।

এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে।

এ উপনির্বাচনে ভোট গ্রহন শুরু হবে সকাল ৯ টায়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

উল্লেখ্য, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপি) নেতা আবু সাইদ মিঞা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।