• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ২০:০৯ অপরাহ্ণ
কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় গাছ থেকে পড়ে মো: টিপু হাওলাদার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মুনসুর আলী নকিবের বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।

টিপু হাওলাদার আওরাবুনিয়া গ্রামের মরহুম আলম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে জাঙ্গালিয়া গ্রামের নকিব চেয়ারম্যানের বাড়ির বাগানে গাছ কাটতে যান শ্রমিক টিপু হাওলাদার। দুপুরে গাছে উঠে ডাল কাটছিলেন তিনি। হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান এবং কাটা ডালটি টিপুর গায়ের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন এ শ্রমিক।

কাঁঠালিয়া থানার ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।