• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় কাঁচি প্রতীকের আদলে চুল কাটল কিশোররা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪, ১৮:১৭ অপরাহ্ণ
বরগুনায় কাঁচি প্রতীকের আদলে চুল কাটল কিশোররা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন গোলাম সরোয়ার ফোরকান। তার সমর্থনে ব্যতিক্রম কাণ্ড ঘটিয়েছেন আমতলীর হলদিয়া ইউনিয়নের চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন কিশোর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জানুয়ারি প্রার্থীদের প্রচারের শেষ দিন ছিল। আমতলী সরকারি কলেজ মাঠে শেষ জনসভায় কয়েকজন কিশোরের বিশেষ কায়দায় চুল কাটা দেখা গেল। তাদের মাথায় কাঁচি প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে।

খবর নিয়ে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা লিটন হাওলাদেরর ছেলে মিঠুন হাওলাদার, চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র, একই এলাকার কামাল ঘরামীর ছেলে মেহেদী হাশেম বিশ্বাসসহ কয়েকজন চুল কেটে কাঁচি প্রতীক ফুটিয়ে তুলেছেন।

কিশোর মিঠুন হাওলাদার বলে, ফোরকান চাচা খুব ভালো মানুষ। তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে কাঁচি মার্কা নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন।

এ বিষয় জানতে চাইলে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান বলেন, কিশোরদের এমন উদ্যোগে আমি বিস্মিত। আমতলী-তালতলী-বরগুনাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ। ৭ জানুয়ারি বিপুল ভোটে জয়ী হয়ে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।