• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

“কল্লাকাটা ” গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান : পদ্মা সেতু কর্তৃপক্ষ 

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯, ২০:২৩ অপরাহ্ণ
“কল্লাকাটা ” গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান : পদ্মা সেতু কর্তৃপক্ষ 

অনলাইন ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করতে মানুষের মাথা লাগবে- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ঘুরছে। তবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই বিষয়টি গুজব। দেশবাসীকে বিভ্রান্ত না হতেও অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু নির্মাণকাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি গুজব। এর কোনো সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দ-নীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি বসানোর কাজ শেষ হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে, যা এখন দৃশ্যমান। ৩০ জুন ২০১৯ পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮১ শতাংশ, নদীশাসন কাজের অগ্রগতি ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ।