• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুইজন গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ১৯:১০ অপরাহ্ণ
কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুইজন গ্রেফতার

তানজিল জামান জয়, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল কর্মী সোহেল তালুকদারকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একটি অটোবাইক চোর চক্র। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাদুরতলী এলাকায় চক্রের হোতা হাসানের নেতৃত্বে এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

আহত সোহেলের গলার বাম পাশে ও বাম হাতের কনুইতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে শঙ্কাজনক অবস্থায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত সোহেল অভিযোগ করেন, তার এক আত্মীয়ের অটোবাইক চুরির বিষয়ে প্রশ্ন করায় হাসান ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে জখম করে।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মূল অভিযুক্ত হাসান ও তার সহযোগী জুয়েলকে গ্রেফতার করেছে।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দুইজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পৌরশহর ও আশপাশের এলাকায় মাদক চোরাচালানি ও চুরি-ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, তারা প্রভাবশালী গডফাদারদের ছত্রচ্ছায়ায় এসব অপরাধ সংগঠিত করে আসছে।