• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : নতুন রাজনৈতিক অধ্যায়ে দলের অঙ্গীকার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৬:১২ অপরাহ্ণ
কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : নতুন রাজনৈতিক অধ্যায়ে দলের অঙ্গীকার

তানজিল জামান জয়,কলাপাড়া॥ কলাপাড়া শহর বুধবার (৩ সেপ্টেম্বর) ছিল ব্যানার-পোস্টারে মোড়ানো, ভিন্ন এক আবহে ভাসমান। উপজেলা বিএনপি কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া শোভাযাত্রা যেন দলের দীর্ঘ সংগ্রামী পথচলার প্রতিচ্ছবি।

শোভাযাত্রা প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার মিলিত হয় দলীয় কার্যালয়ে, যেখানে ছিল আলোচনা সভা ও স্মৃতিচারণ।

সভায় ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতা থেকে শুরু করে মহিলা দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। দলটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় উঠে আসে বিএনপির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা।

সভাপতি হুমায়ূন সিকদার বক্তব্যে বলেন, “বিএনপি জন্ম নিয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও থাকব।” তার কণ্ঠে ছিল নতুন করে জনগণের কাছে নিজেদের উপস্থাপনের অঙ্গীকার।

বক্তারা স্মরণ করিয়ে দেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বিএনপির যাত্রা শুরুর কথা।

সেই থেকে সাড়ে চার দশকের বেশি সময়—কখনও ক্ষমতায়, কখনও রাজপথে কাটালেও দলের মূল শক্তি ছিল জনগণ।

সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করার ডাক দেন তারা।

আলোচনায় উঠে আসে দলের নেতাকর্মীদের দেড় যুগের রাজপথের লড়াই, গ্রেপ্তার-নির্যাতনের ইতিহাস এবং গণতন্ত্রের জন্য অবিচল থাকার অঙ্গীকার।

বক্তারা মনে করেন, এটি বিএনপির জন্য এক মোক্ষম সময়—নিজেদের নতুন করে সাজিয়ে জনগণের সামনে দাঁড়াবার।

শোভাযাত্রা ও আলোচনা সভার এই আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা ছিল না; বরং ছিল দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস স্মরণ এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা।