তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন খলিল সিকদার (৪০) ও সহিদুল ইসলাম (৩০)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ দণ্ড কার্যকর করা হয়েছে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।