• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ার মেগা প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি

বিডিক্রাইম
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৯:২৭ অপরাহ্ণ
কলাপাড়ার মেগা প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেগা প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে রিপোর্টার্স ইউনিটে এ সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, স্থানীয় সংগঠন প্রান্তজনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী।

এসময় তিনি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা, জলাশয় পুনরুদ্ধার এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব সমীক্ষা করার দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কলাপাড়ার টিয়াখালী, ধানখালী, লালুয়া, বালিয়াতলী ও চম্পাপুর ইউনিয়নে পায়রা বন্দরের মতো একাধিক মেগা প্রকল্পের জন্য প্রায় ৯,৯২৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে হাজার হাজার পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। সরকারি তথ্যমতে, ৪,২০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩,৪২৩টি পরিবার পুনর্বাসনের আওতায় এলেও বাস্তবে বহু পরিবার এখনো ঘর পায়নি বা পুনর্বাসনের বাইরে রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের জন্য উচ্ছেদ হওয়া ১৭৫টি পরিবার দুই বছরেও পুনর্বাসনের ঘর পায়নি। অন্যদিকে, টিয়াখালী ইউনিয়নের বেড়িবাঁধে বসবাসকারী ১৩৬টি ভূমিহীন পরিবারকে শুধুমাত্র এক টুকরো খাস জমি বরাদ্দ দেওয়া হলেও সেখানে বিদ্যুৎ, পানি, ড্রেনেজ কিংবা চলাচলের রাস্তা নেই। ফলে তারা মানবেতর জীবনযাপন করছে। এটি জনস্বার্থের নামে বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া উন্নয়ন নয়, বরং বৈষম্যের নতুন রূপ।

বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য অধ্যাপক টুনু কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুভাষ চন্দ্র দাস, আখতারুল কবীর, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ফোরকান হাওলাদার, রবিউল মোল্লা এবং প্রান্তজনের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।