কলাপাড়া প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্টসহ আশপাশের এলাকা লন্ডভন্ড হয়ে গেছে।
বিধ্বস্ত হয়ে ভেসে গেছে নির্মাণাধীন ট্যুরিজম পার্ক থেকে পুর্বদিকের ১৩০০ মিটার দীর্ঘ সড়কের এক তৃতীয়াংশ।এটিকে স্থানীয়রা সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের চার কোটি টাকার বাণিজ্যিক প্রকল্প হিসেবে বলে আসছেন।
কোন ধরনের বাস্তবতা ছাড়াই সাগরের ওয়াটার লেভেল দখল করে করা হয়েছে এ ঝুঁকিপুর্ণ সড়ক। সব যেন লন্ডভন্ড হয়ে গেছে। পড়ে আছে ধ্বংসের দগদগে ক্ষত।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রায় দুই ঘন্টার জলোচ্ছ্বাস তান্ডবে এছাড়াও ছোট বড় অন্তত সাতটি স্থাপনা বিধ্বস্ত হয়েছে।
এসব স্থাপনার দোকানিরা কোনক্রমে মালামাল সরিয়ে নিয়েছেন। তবে খুটি পাটাতন উত্তাল ঢেউ লন্ডভন্ড করে দেয়। সৈকতের ওয়াটার লেভেলে তোলা ঝুঁকিপূর্ণ আলোচিত স্থাপনা সরদার মার্কেটের নিচতলার বালু ঢেউয়ের ঝাপটায় ভেসে গেছে। এটি ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।