• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ১২ দফা দাবিতে কৃষক সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১৮:৪৮ অপরাহ্ণ
কলাপাড়ায় ১২ দফা দাবিতে কৃষক সমাবেশ

তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি।।

৪০ কেজিতে প্রতি মন ধান বিক্রি ও ১৬’শ টাকা মন দরে কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান ক্রয়সহ ১২ দফা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের উপজেলা প্রশাসন মাঠে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখা এ সমাবেশের আয়োজন করে। কৃষক সমাবেশ শেষে কৃষকরা বিক্ষোভ মিছিল করে ১২ দফা দাবিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

কৃষকরা বলেন, আমন মৌসুমে ধান বিক্রি শুরু হওয়ায় কলাপাড়ায় একটি সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছে। কলাপাড়ায় ধান বিক্রির বাজার না থাকার সুযোগে চক্রটি কৃষকদের কাছ থেকে ৪৬ কেজিতে প্রতি মন ধান ক্রয় করছে। এতে কৃষকরা ব্যাপক লোকসান গুনছে। এছাড়া কলাপাড়ার কৃষি মৌসুম শুরু হলেই সার বিক্রির সিন্ডিকেট চক্র সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ১০০-১৫০ টাকা দাম বাড়িয়ে বিক্রি করছে। তাই কৃষকরা জুলুম থেকে বাঁচতে এ সমাবেশের আয়োজন করে।

তাদের দাবি, প্রতিমন ধান ১৬০০ টাকা দরে নগদ টাকায় ক্রয়, প্রকৃত কৃষকদের হালনাগাদ তালিকা করে ব্যাংক হিসাবও কৃষি কার্ড প্রদান, লটারি সিস্টেম বন্ধ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ও সরকারি ধান ক্রয় কেন্দ্র চালুসহ ১২ দফা দাবি করা হয়। এ দাবি পূরন না হলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন বলে সমাবেশে কৃষক নেতারা হুশিয়ার করেন।