কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ রাকিবুল ইসলাম হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য নুরুজ্জামান মুন্সী ওরফে নুরছিকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, ২০২১ সালে মিঠাগঞ্জে রাকিবুলকে কুপিয়ে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার পর সারা শরীর কুপিয়ে জখম করে হত্যা করা হয়।
ওই মামলায় নুরুজ্জামান পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র্যাব সদস্যরা নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং রাতে তাকে কলাপাড়া থানায় সোপর্দ করে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নুরুজ্জামান কে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।