• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ১৭:৪৭ অপরাহ্ণ
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তানজিল জামান জয় ,কলাপাড়া॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কলাপাড়ায়। বুধবার (২০ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—কলাপাড়া কেন্দ্রীয় গোরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার অভিযান ও পৌর এলাকায় বৃক্ষরোপণ।

কর্মসূচিতে কেন্দ্রীয়, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দলীয় রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই স্বেচ্ছাসেবক দলের লক্ষ্য।

উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ূন শিকদার বলেন, “আজকের কর্মসূচি প্রমাণ করে বিএনপি শুধু রাজনীতি নয়, মানুষের কল্যাণেও কাজ করছে।

পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক জানান, “সেবার মাধ্যমেই আমরা মানুষের আস্থা অর্জন করব।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল বলেন, “আন্দোলন-সংগ্রামের পাশাপাশি মানুষের কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে স্বেচ্ছাসেবক দল।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল বলেন, “১১৩ পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে জয়ী করতে আমরা সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব। জনগণের কাছে ভোট চাইব সেবার মাধ্যমেই।”