• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় সাব-রেজিস্টার কার্যালয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ১৯:৩৭ অপরাহ্ণ
কলাপাড়ায় সাব-রেজিস্টার কার্যালয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

তানজিল জামান জয়, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়া সাব-রেজিস্টার কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে অনুষ্ঠিত হয়েছে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫।

মঙ্গলবার সকালে উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া সাব-রেজিস্টার কাজী নজরুল ইসলাম। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার বিজয় দ্বিগ গাইন এবং কলাপাড়া সাব-রেজিস্টার নিজেও।

কর্মশালায় অংশ নেন ৭০ জন দলিল লেখক, ২৪ জন নকল নবীশ এবং কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় কাজী নজরুল ইসলাম বলেন, “এই অভ্যন্তরীণ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো—সেবা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ সাব-রেজিস্টার অফিস থেকে সন্তোষজনক সেবা পেতে পারে।”