• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১৭:২৫ অপরাহ্ণ
কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা

তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজারে জেলা টাস্কফোর্স বাজার মনিটরিং কমিটি সাত ব্যবসায়ীকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ।

পাইকারী এবং খুচরা বিক্রেতাদের পণ্যসামগ্রী বিক্রির ক্ষেত্রে অসামঞ্জতা, মূল্য তালিকা না থাকায় শনিবার দুপুরে তাদের এ জরিমানা করা হয়।

আর্থিক দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো গিয়াস ষ্টোর্স -১৫ হাজার টাকা, হাওলাদার কৃষি ঘর-১৫ হাজার টাকা, ভাই ভাই পোল্ট্রি – ১০ হাজার টাকা, মহসিন ষ্টোর্স -৫ হাজার টাকা, নাসির ষ্টোর্স -৫ হাজার টাকা, মেসার্স শচিন ষ্টোর্স -৩ হাজার টাকা এবং ইমা ষ্টোর্স- ৩ হাজার টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া।

এসময় তাঁর সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো.মারুফ বিল্লাহ খান, মেরিন ফিশারিজ অফিসার মো.আসাদুজ্জামান, উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো,সুজন সর্দার।