কলাপাড়া প্রতিনিধি॥ কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের সিক্স লেন সড়কে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় ১০ বছরের স্কুল ছাত্রী মারিয়া আক্তার নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিক্স-লেন সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতিতে চলা ইজিবাইকটি তাকে ধাক্কা দেয়। নিহতের স্বজনরা জানায়, নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং মোজাম্মেল মৃধার মেয়ে।
বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে সিক্স-লেন সড়ক সংলগ্ন কেরাতুল কোরআন মাদরাসায় পৌঁছে দিতে এসে ইজিবাইকটি তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার এস আই জহিরুল ইসলাম জানান, তারা খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন।
নিহত মারিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে। আর ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।