• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় শেখ কামাল সেতুতে বাসের ধাক্কায় তরুণ নিহত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৩, ১৬:৩৪ অপরাহ্ণ
কলাপাড়ায় শেখ কামাল সেতুতে বাসের ধাক্কায় তরুণ নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কলাপাড়ায় বাসের ধাক্কায় ফখরুল ইসলাম নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শেখ কামাল সেতুতে এই ঘটনা ঘটে।

নিহত ফখরুল সুনামগঞ্জের ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ। তিনি বলেন, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কীভাবে দুর্ঘটনায় শিকার হলেন সে বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, পথচারী ফখরুল শেখ কামাল সেতুর ওপরে ছিলেন। এ সময় কুয়াকাটা থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।