• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাত প্রায় বিচ্ছিন্ন

কলাপাড়ায় মোটরসাইকেল চালকের উপর সন্ত্রাসী হামলা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১১, ২০২৫, ২০:২৬ অপরাহ্ণ
কলাপাড়ায় মোটরসাইকেল চালকের উপর সন্ত্রাসী হামলা

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসীর হামলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মিরান খন্দকার (৩৫) গুরুতর আহত হয়েছেন। হামলায় তার ডান হাত দুই জায়গা দিয়ে হাড়সহ ৯০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম হাতেও কনুইয়ের ওপরে কোপের গভীর ক্ষত রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজার এলাকায়। আহত মিরান খন্দকার উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক খন্দকারের ছেলে।

মিরানের মামা শাহাবুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল মিরান ও তার চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে। মঙ্গলবার রাতে বাজারে মিরান একা থাকাকালে সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মিরানের ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বাম হাতেও কোপ লাগে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিরানকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল ও পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন প্রতিবেদক কে বলেন, “মিরানের ডান হাত প্রায় সম্পূর্ণ কেটে গেছে, শুধু কিছুটা চামড়া ধরে ছিল। বাম হাতেও গুরুতর আঘাত রয়েছে। রক্তক্ষরণ বন্ধে তাৎক্ষণিক চিকিৎসা ও রক্ত দেওয়া হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস সিকদার প্রতিবেদক কে বলেন, আমি হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির অবস্থা দেখেছি। ঘটনাটি অত্যন্ত নৃশংস। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।