• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধ পশুর হাট

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২, ২০২৫, ১৮:৩২ অপরাহ্ণ
কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধ পশুর হাট

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটের বেচাকেনা বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।

এ সময় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দখল করে প্রতি সোমবার হাটটি বসিয়ে আসছিলেন প্রভাবশালীরা।

হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ইয়াসিন সাদীক। এ ছাড়া কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক একটি ব্যস্ত সড়ক। অবৈধভাবে সড়কের ওপর হাট বসানোতে পর্যটকদের গাড়ি এবং মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ছাড়া হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।