• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১৮:৩৪ অপরাহ্ণ
কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

তানজিল জামান জয়,কলাপাড়া॥ মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শংকর প্রশাদ অধিকারী। এসময় বক্তব্য রাখেন ডাক্তার শরীফ শায়লা ইসলাম, ডাক্তার ববি মালাকার প্রমুখ।

বক্তারা বলেন, নবজাতকের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। শিশুর সুস্থ বৃদ্ধি, বুদ্ধিবিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মায়ের দুধ অপরিহার্য। পাশাপাশি মাতৃদুগ্ধপান বিষয়ে পরিবার ও সমাজে আরও সচেতনতা তৈরির আহ্বান জানান তারা।