• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ১৯:৪৫ অপরাহ্ণ
কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

তানজিল জামান জয়, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৬ জুলাই ) কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে কলাপাড়া উপজেলা, পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। সভাপতির আসন গ্রহণ করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান তালুকদার চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার।

সভায় উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, সংগঠন চালানোর ক্ষমতা না থাকলে পদ নিয়ে বসে থাকবেন না, পদ ছেড়ে দিন—যে পারে তাকে সাহায্য করুন। নির্বাচনে জয়লাভ করতে হলে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি ইউনিটকে এখন থেকেই মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সংগঠনের ভেতরে শৃঙ্খলা, যোগাযোগ এবং সাংগঠনিক প্রশিক্ষণের উপর জোর দেন তিনি।

সভাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।