কলাপাড়া প্রতিনিধি॥ কলাপাড়ায় প্রবাহমান খালে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে মো. মিলন হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই শাস্তি প্রদান করা হয়। আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে পৌরসভার রহমতপুর এলাকায় এই দণ্ডাদেশ কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।এ সময় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে পূর্বের প্রবাহ পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসীন সাদেক বলেন, সরকারি খাল-বিল ও জলাশয় কোনোভাবেই দখল করা যাবে না। এ ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।