• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ২০:১১ অপরাহ্ণ
কলাপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দ

তানজিল জামান জয়, কলাপাড়া॥পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা ও পৌর শহরের চিংগরিয়া সার্বজনীন এবং জগন্নাথ নাট মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

ওইসব পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাওলাদার।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ- সভাপতি মাওলানা নাইমুল ইসলাম নাইম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া পৌর সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম, জয়েন্টে সেক্রেটারী হাফেজ জোবায়ের হোসেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন শিকদার,

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ আশ্রাফী, সাধারণ সম্পাদক মুফতি মশিউর তারিক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।