• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় নারী মৎস্যজীবিদের স্বীকৃতির দাবীতে গণশুনানি

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩, ১৭:৫১ অপরাহ্ণ
কলাপাড়ায় নারী মৎস্যজীবিদের স্বীকৃতির দাবীতে গণশুনানি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ কলাপাড়ায় নারী মৎস্যজীবীদের স্বীকৃতির দাবীতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। এনএসএস, অক্সফ্যাম ইন বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কলাপাড়া নাগরিক ফোরাম এ গণশুনানির আয়োজন করে।

কলাপাড়া প্রেসকলাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলাপাড়া উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটয়াখালী-৪ আসনের সাংসদ মো. মহিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএসএসএর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন শিপু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতিমো. হুমায়ুন কবির, সম্পাদক মো. মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মো. মেজাহ উদ্দিন মাননু, দৈনিক যুগান্তরে কলাপাড়া প্রতিনিধি আমল মুখার্জী, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন, নয়াপাড়া নারী মৎস্য জীবি সমিতির সভাপতি হেলেনা বেগম, ছোটবালিয়াতলী মৎস্যজীবি নারী সমিতির সভাপতি রেশমা বেগম, নায়রী পাড়া নারী মৎস্য বীবি সমিতির সভাপতি আমেনা বেগম, আলীপুর নারী মৎস্যজীবি সমিতির সভাপতি নাসরিন আক্তার ও নাগরিক ফোরামের সদস্য লাখাইন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন এনএসএস উইড প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী আলিয়া মাননান জুগনু। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মহিবুর রহমান এমপি তার বক্তব্যে নারী মৎস্যজীবিদের স্বীকৃতি দেওয়ার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।