• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১৬:২৩ অপরাহ্ণ
কলাপাড়ায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

তানজিল জামান জয়,কলাপাড়া॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে,এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহিদ মিনার সংলগ্ন অডিটোরিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহসভাপতি জাহাঙ্গির আলম তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজি মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তওহিদ নান্নু মুন্সি ,কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক তানজিল জামান জয়,দপ্তর সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়।

উপহার তুলে দেওয়া হয়। ইফতারি বিতরণ করা হয়। এর আগে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবস উদ্‌যাপনের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আকাশে পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো হয়। দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।