• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই যু্বককে পুলিশ গ্রেপ্তার করেছে ।

রবিবার (৯ মার্চ) দিবাগত মধ্যরাতে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সর্দার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক মাকসুদের বাড়ি নীলগঞ্জ ও মনিরের বাড়ি সুলতানগঞ্জ, গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান , রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের ডাকাতদল সরদার বাড়িতে ঢোকে। ওই বাড়িতে অন্তত ৭ টি বসতঘর রয়েছে।

এক পর্যায়ে মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে । এসময় পাশের ঘরের লোকজন দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের দুজনকে পাকড়াও করে। এসময় বাকিরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে । আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।