• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় জাল টাকাসহ এক ব্যক্তি আটক

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৩, ২১:৪৩ অপরাহ্ণ
কলাপাড়ায় জাল টাকাসহ এক ব্যক্তি আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪৬ হাজার জাল টাকাসহ মো. হাবিবুর রহমান (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাবিবুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি গ্রামের মোতালেব মোল্লার ছেলে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, হাবিবুর রহমান পুরান ঢাকায় একটি হোটেলে কাজ করেন। সোমবার দুপুরে লঞ্চঘাট এলাকায় একরামুল কফি হাউসে কেনাকাটা করার সময় দোকানদারকে এক হাজার টাকার একটি জাল নোট দেন। বিষয়টি দোকানদার বুঝতে পেরে জাল টাকাটি পরিবর্তন করে দিতে বলেন। এসময় প্রতারক হাবিবুর রহমানের গতিবিধি সন্দেহজনক হলে তিনি পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার কাছ থেকে ৪০টি এক হাজার টাকার এবং ১৩টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে।