• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১৯:২০ অপরাহ্ণ
কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ

oplus_1024

তানজিল জামান জয়,কলাপাড়া॥ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসীন সাদেক। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।

পরে উপজেলার সফল তিন মৎস্যচাষী—সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশি মাছের উৎপাদন বাড়াতে হবে। সফল মৎস্যচাষীদের অবদান দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলেও উল্লেখ করেন তারা।