তানজিল জামান জয়, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চলন্ত বাস থামিয়ে মোকসেদ বেপারী (৫০) নামের এক কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাসস্ট্যান্ড এলাকায়।
আহত অবস্থায় স্থানীয়রা মোকসেদ বেপারীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়।
আহতের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিরোধপূর্ণ জমিতে লিটন, সলেমান ও ফেরদাউস নামে কয়েকজন জোরপূর্বক চাষাবাদ করতে গেলে মোকসেদ বেপারীরা বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওইদিনই দুর্বৃত্তরা মোকসেদের স্ত্রীসহ পরিবারের তিন সদস্যের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই গৃহবধূ নাদিয়া (১৮) ও খাদিজা (৩০) এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার সকালে মোকসেদ বেপারী মস্তফাপুর থেকে বাসযোগে কলাপাড়ায় আসছিলেন। বাসটি পাখিমারা স্ট্যান্ডে থামলে অভিযুক্ত লিটন, সলেমান, ইমরান, ফেরদাউসসহ আরও ৩–৪ জন বাসে উঠে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এ বিষয়ে অভিযুক্তদের একজন লিটনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, মোকসেদ বেপারীকে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।