• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩, ১৬:৫৫ অপরাহ্ণ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কলাপাড়ায় শোয়ার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, গৃহবধূর স্বামী তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয় রেখেছেন।

আজ রোববার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

গৃহবধূর নাম নারগিস বেগম (২৩)। তিনি ওই এলাকার রাজিবের (৩০) স্ত্রী ও ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। গৃহবধূ নারগিসের বাবা আনোয়ার হোসেনের অভিযোগ, রাজিব নেশাগ্রস্ত ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে চাপ প্রয়োগ করে আসছিলেন।

পরে তিনি রাজিবকে ২ লাখ টাকা যৌতুক দেন। এর পরও রাজিব ক্ষান্ত না হয়ে নারগিসকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।