• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎসংযোগ মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ৩০, ২০২৪, ১৬:২১ অপরাহ্ণ
কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎসংযোগ মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের লিটন বিশ্বাস (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কালের কাঠি গ্রামের বাসিন্দা তারেক স্বর বিশ্বাসের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের কুয়াকাটা জোনে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজে বৈদ্যুতিক খুঁটিতে ওঠে বডিবেল্ট লাগানোর সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন লিটন। আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, কলাপাড়া হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।