• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলায়, গুরুতর জখম স্কুল ছাত্র

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ২০:১৯ অপরাহ্ণ
কলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলায়, গুরুতর জখম স্কুল ছাত্র

তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল শিক্ষার্থী রিফাত কে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার মাদ্রাসা সড়কের কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা রিফাত কে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।

রিফাত জানায়, বখাটে কিশোর গ্যাং আলিফ গাজীর নেতৃত্বে তার ৭/৮ সহযোগী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

রিফাত খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।