তানজিল জামান জয়,কলাপাড়া॥ কলাপাড়ায় কর্মসংস্থান ব্যাংকের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কর্মসংস্থান ব্যাংক কলাপাড়া শাখা এর কার্যালয়ে এ অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম মিঞা ও ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোমতাজ উদ্দিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান মোঃ নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন কলাপাড়া শাখার ম্যানেজার মোঃ মিরাজ হোসেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে আগত অংশীজনের কাজ থেকে ব্যাংকের সেবা প্রদান সম্পর্কে বিস্তারিত শুনেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন সুবিধা/ অসুবিধার বিষয়ে সভায় বিশদ আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ গ্রহণ করে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের আহবান জানান। এছাড়া তিনি ব্যাংকের গ্রাহক সেবার মান আরও বৃদ্ধির জন্য সকল কর্মকর্তা/ কর্মচারীকে পরামর্শ প্রদান করেন।
এসময়ে অংশীজন ব্যাংকের সেবা প্রদানে সন্তুষ্টি প্রকাশ করেন। উন্নত গ্রাহক সেবা, ডিজিটাইলেজেশন, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান।