• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১০, ২০২৪, ১৮:৪৯ অপরাহ্ণ
কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সেখানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া।

 

 

এর আগে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন ওই এলাকার নারী পুরুষ।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, আসামি গ্রেফতারের পর শাহিনা পারভীন সীমার নেতৃত্বে থানা ঘেরাওয়ের চেষ্টা করে উত্তেজিত লোকজন। পুলিশ মোকাবিলা করে আসামিকে আদালতে পাঠায়।