• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১৯:২৪ অপরাহ্ণ
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালী গ্রামে নিজ ঘর থেকে নাসিমা আক্তার (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, নাসিমা এ বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ঘটনার দিন তার বাবা মোজাম্মেল হক ব্যক্তিগত কাজে বরিশালে যান। দুপুরে মা নাজমা বেগম পারিবারিক একটি বিষয়ে তাকে সামান্য বকাঝকা করেন। পরে মা ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে গেলে, সন্ধ্যার আগে নাসিমা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
প্রায় ঘণ্টাখানেক পর বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে নাজমা বেগমের সন্দেহ হয়। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে নাসিমার নিথর দেহ উদ্ধার করেন।
রাত ১০টার দিকে স্থানীয় চৌকিদার কলাপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার প্রতিবেদককে জানান,
“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।