• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ১৯:৩৭ অপরাহ্ণ
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তানজিল জামান জয়,কলাপাড়া॥ কলাপাড়ায় “ আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে , কলাপাড়া উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ,আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে রোববার ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রধান সড়কে র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায়,বক্তারা দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন,সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ও সিপিপির বিভিন্ন ইউনিটের সেচ্ছাসেবক বৃন্দ।